Facebook Youtube Twitter LinkedIn
...
বিএসটিআই কার্যালয়ে মান দিবসের আলোচনা আগামীকাল

বিশ্ব মান দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল রোববার দুপুর আড়াইটার ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করবেন বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনেন্দ্র নাথ সরকার।
৫৩তম বিশ্ব মান দিবস ছিল গতকাল শুক্রবার। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে –  মান’ ।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব জাকিয়া সুলতানা।
মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই বরাবরের মতো দেশব্যাপী নানা ধরনের কর্মসূচি আয়োজন করেছে।
Collected From bonikbarta