Facebook Youtube Twitter LinkedIn
...
আমাজনে চাকরি পেলেন নোবিপ্রবির কাওছার

ই-মেইলের মাধ্যমে কাওছারকে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ।

জানা যায়, আমাজনের সঙ্গে বিশ্বসেরা অপর দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং আইবিএমেও ডাক পান নোবিপ্রবির এই শিক্ষার্থী।

তবে নিজ পছন্দ অনুযায়ী আমাজনেই পাড়ি জমাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। চলতি বছরের জুনে জেফ বেজোসের এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বর্তমানে কাওছার যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে মেশিন লার্নিংয়ের ওপর পিএইচডি করছেন।

সফলতার অনুভূতি জানতে চাইলে কাওছার আরটিভি নিউজকে বলেন, নরমালি সবাই যেভাবে আবেদন করে আমিও সেভাবে আবেদন করি। পরে ভার্চুয়ালি কোডিং, মেশিং লার্নিং, ডিপ লার্নিং, ম্যথম্যাটিক্স, স্টাটিস্টিক্স এ বিষয়ে আমার সাক্ষাৎকার নেন তারা। পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে আমার চাকরি নিশ্চিত করেন তারা।

তিনি আরও বলেন, আমাজনের মতো এমন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। এমন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। FAANG- Facebook, Amazon, Apple, Netflix, Google-এর একজন সদস্য হতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আমার মত অনেকেই এই স্বপ্ন দেখেন। কিন্তু ফ্যাং-এর এক্সেপ্ট রেট ২-১০% মাত্র। তাদের মিলিয়ন অ্যাপ্লিকেশন জমা পড়ে সেখান থেকে অল্প কিছু সিলেক্টেড করা হয়। আমিও তাদের মধ্যে একজন। সবার কাছে কৃতজ্ঞ যারা আমাকে সবসময় সাপোর্ট করেছিলেন।

কাওছারের এ অর্জনে পুরো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুড়ে যেন খুশির নতুন মাত্রা যোগ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই কাওছারের এই সফলতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর আরটিভি নিউজকে বলেন, কাওছারের এই সফলতায় আমরা সত্যি মুগ্ধ। তার এই অর্জনে নোবিপ্রবি পরিবার গর্বিত। আমাদের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে।

উল্লেখ্য, এর আগে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক পান কাওছার। ভারত থেকে সায়েন্টিস্ট অব দ্য ইয়ার, সিংগাপুর, মরক্কো থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক ও ন্যাশনাল আইসিটি পদক পান তিনি। এ ছাড়াও রবি আর ডেঞ্জারে চ্যাম্পিয়ন হন কাওছার। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর তার ৪১টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

Collection From RTVonline