Facebook Youtube Twitter LinkedIn
...
অস্ট্রেলিয়ায় বেকারত্ব হার ১০ মাসের সর্বোচ্চে

অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস অনুসারে, দেশটিতে আগস্টে ৩৩ হাজার ৫০০ কর্মসংস্থান বৃদ্ধির পরও বেকারত্ব হার ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। তবে কর্মসংস্থান বাড়ার সংখ্যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম। তাদের পূর্বাভাসে ৩৫ হাজার কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হয়েছিল।

এদিকে গোল্ডম্যান স্যাকস, ডয়চে ব্যাংক এজি, এএমপি ক্যাপিটাল মার্কেট এবং ব্লুমবার্গ ইকোনমিকস পূর্বাভাসে বলেছিল, অস্ট্রেলিয়ায় বেকারত্ব হার ৪৮ বছরের মধ্যে সর্বনিম্ন ৩ দশমিক ৪ শতাংশে থাকবে। তবে তাদের পূর্বাভাসের চেয়ে দেশটির বেকারত্ব হার দশমিক ১ শতাংশ উপরে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়েও অস্ট্রেলিয়ায় কর্মসংস্থান কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফিলিপ লো সম্প্রতি মুদ্রাবাজার কঠোর করার নীতি কিছুটা শিথিল হবে বলে ইঙ্গিত দিয়েছেন। বেকারত্ব হারের তথ্যটি অভ্যন্তরীণ বিভিন্ন ডাটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

Collection From Bonikbarta