Facebook Youtube Twitter LinkedIn
...
আট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

কৃষি ও কৃষি প্রাধান্যবিষয়ক আট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ বছর তিন হাজার ৫৩৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ১৫৯ শিক্ষার্থী। সে হিসাবে একটি আসনের জন্য লড়বেন প্রায় ২৩ জন।

সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এ বছর নেতৃত্বে দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

তিন হাজার ৫৩৯টি আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৬০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি ও নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন রয়েছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সাতটি কৃষিসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হিসাবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ। ১০টি কেন্দ্রে একযোগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
Collected from jugantor