Facebook Youtube Twitter LinkedIn
...
বিসিআইসির চার পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের সূচি প্রকাশ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কারখানাগুলোর অনুমোদিত সাংগঠনিক কাঠামোর পুরকৌশলের বিভিন্ন ক্যাটাগরির পদের (তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেড) লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
বিসিআইসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে মহাব্যবস্থাপক (সিভিল), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল), উপপ্রধান প্রকৌশলী (সিভিল) ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষা গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৮৩ জন উত্তীর্ণ হয়েছেন। এসব পদে ১৯ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
মহাব্যবস্থাপক (সিভিল) পদের মৌখিক পরীক্ষা ২১ সেপ্টেম্বর বেলা দুইটায়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) পদের মৌখিক পরীক্ষা একই দিন বিকেল চারটায়, উপপ্রধান প্রকৌশলী (সিভিল) পদের মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর বেলা দুইটায় ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদের মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা কনফারেন্স রুম, বিসিআইসি ভবন (পঞ্চম তলা), ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে।
Collected from prothomalo.com