জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা প্রধান শিক্ষক সরকারি ডাকযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হাতে লেখা একটি লিখিত আবেদন করেন। গত ১ সেপ্টেম্বর পাঠানো লিখিত আবেদনে তিনি জানান, চিকিৎসাজনিত ছুটি নিয়ে অদ্যাবধি শারীরিকভাবে ভীষণ অসুস্থ্য। চাকরিতে যোগদান করে পুনরায় তিনি দাপ্তরিক কাজকর্ম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তেফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার আবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর তথ্য পাঠানো হবে বলেন জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সরকারি ডাকযোগে ডোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাররাত জাহান শারীরিকভাবে অসুস্থ্যতার কারণে চাকরি থেকে ইস্তেফা দেয়ার জন্য আবেদন পাঠিয়েছেন। তার আবেদন মোতাবেক উপজেলা অফিস থেকে প্রয়োজনীয় তথ্যাদি হাতে পেলে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। বিধি মোতাবেক ইস্তেফা পত্রের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে প্রধান শিক্ষককে অবগত করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করি। প্রধান শিক্ষিকার সঙ্গে আলাপকালে তিনি আমাকে জানিয়েছিলেন সম্ভব হলে চাকরিতে ফিরবেন আর না হলে চাকরি ইস্তেফা দেবেন। একজন ব্যক্তির চাকরি ছেড়ে দেয়ার স্বাধীনতা আছে।
Collection From dainikshiksha