Facebook Youtube Twitter LinkedIn
...
প্রত্যাশার চেয়ে চাকরি বেশি, বিশ্ব মুদ্রাবাজারে কমল ডলারের দাম

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, সদ্য সমাপ্ত আগস্টে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষের চাকরি হওয়ার কথা ছিল। সেখানে হয়েছে ৩ লাখ ১৫ হাজার জনের। এ নিয়ে দেশটিতে টানা ২০ মাস কর্মসংস্থান প্রবৃদ্ধি হলো।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ডলার সূচক মিশ্র অবস্থানে থেকেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো, জাপানি ইয়েন, কানাডীয় ডলার, ব্রিটিশ পাউন্ড, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঁর সঙ্গে মার্কিন মুদ্রার তুলনা করে এ সূচক। 

সবশেষ ডলারের দরপতন হয় শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। প্রধান আন্তর্জাতিক মুদ্রার সূচক দাঁড়ায় ১০৯ দশমিক ৬১। তবে তা সত্ত্বেও এ সপ্তাহে ডলারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা ৩ সপ্তাহ ইউএস মুদ্রার মূল্যমান বাড়ল। 

কনভেরার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জো মানিম্বো বলেন, ডলারের দাম ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছায় বেশি মুনাফা হচ্ছিল। নেপথ্যে ননফার্ম পে-রোল (অনেক পণ্য) মিশ্রিত হয়েছে বলে খোঁড়া কারণ দেখানো রয়েছে।

collected from channel24bd