Facebook Youtube Twitter LinkedIn
...
সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬২৪৭ জন

অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২৪৭ জন
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। প্রতিদিন দুই শিফটে এই পরীক্ষা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ৭৫ জনের পরীক্ষা নেওয়া হবে।ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়েই মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
নয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৮ মার্চ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ২ হাজার ৪৬ জন।
এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

Collected From ajkerpatrika