Facebook Youtube Twitter LinkedIn
...
দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন চার হাজার কর্মী

চলতি বছর চার হাজার কর্মী কোরিয়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
আজ বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, করোনার আগে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের কর্মী সবচেয়ে বেশি গমন করেছে। 
লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে দুই দশমিক তিন বিলিয়ন ডলার যার মধ্যে দুই দেশের মধ্যে কোরিয়ার রপ্তানি ৮০ শতাংশ ও বাংলাদেশের ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
 অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্যে রাখেন।

COLLECTED  FROM SAMPROTIK DESHKAL