কোন উন্নয়ন প্রকল্প বা সরকারি চাকরি কালীন আইবাস++ হতে অনলাইন ফিক্সেশন করে বেতন গ্রহণ করতে হয়। উন্নয়ন প্রকল্প সমাপ্ত শেষে অথবা নতুন কোন সরকারি চাকরিতে নিয়োগ পেলে অবশ্যই পূর্বে পে ফিক্সেশন বাতিল করতে হবে। একটি চাকরিকালীন পে ফিক্সেশন করা হলে উক্ত এনআইডি দিয়ে দ্বিতীয়বার কোনভাবে পে ফিক্সেশন করা যাবে না।
পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২২
আপনি আপনার দপ্তরের মাধ্যমে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা/জেলা হিসাবরক্ষণ অফিসে পেনশন বাতিলের আবেদন করতে হবে। উপজেলা বা জেলা হিসাবরক্ষণ অফিস বর্তমানে পে ফিক্সেশন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে না বিধায় উপজেলা/জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বা মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকায় প্রেরণ করতে হবে। স্থানীয় হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফরওয়ার্ডিং দিয়ে আপনার আবেদন অথবা স্থানীয় হিসাবরক্ষণ অফিস পে ফিক্সেশন বাতিলের জন্য বিভাগী বা প্রধান কার্যালয়ে নিচের পত্রের মত পত্র প্রেরণ করবে।
এখন কি তাহলে কর্তৃপক্ষকে অবগত করা ছাড়া নতুন চাকরি নিয়ে ফিক্সেশন করা যাবে না?
অবশ্যই না। আপনি যদি কোন দপ্তরের মাধ্যমে হিসাবরক্ষণ অফিসে ফিক্সেশন করে থাকেন তবে উক্ত কর্তৃপক্ষকে অবহিত করেই আপনার ফিক্সশন বাতিল করতে হবে। পুরাতন ফিক্সেশন বাতিল না করে কোনভাবে নতুন চাকরির ফিক্সেশন সম্পন্ন করতে পারবেন না। পূর্বে ম্যানুয়াল বেতন বিল হতো তাই একটি চাকরি ছেড়ে দিয়ে গোপনে অন্য একটি চাকরিতে যোগদান করলেই বেতন ভাতা পেতেন এবং কোন সমস্যা হতো না। কিন্তু বর্তমানে কর্তৃপক্ষকে অবগত করেই আপনার ফিক্সেশন বাতিল করে নতুন ফিক্সেশন করতে হবে। তাই আমরা পরামর্শ দিব আপনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নতুন চাকরির জন্য আবেদন করুন এবং বেতন সংরক্ষণ বা পে প্রটেকশনের মাধ্যমেই নতুন চাকরিতে যোগদান করুন।
COLLECTED FROM SAMPROTIK DESHKAL