Facebook Youtube Twitter LinkedIn
...
মজুরি বাড়ায় চা শ্রমিকদের স্বস্তি

মজুরি বাড়ানোর ঘোষণার পরপরই পাল্টে গেছে চা বাগানের দৃশ্যপট। কাজে নেমেছেন চা শ্রমিকরা।  প্রধানমন্ত্রীর ঘোষণায় শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করার পর মৌলভীবাজার জেলার ৯৩টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। একই চিত্র সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাটসহ আশপাশের চা বাগানগুলোয়।

দৈনিক মজুরি ১৭০ টাকা করার সিদ্ধান্তে অসন্তুষ্ট বেশির ভাগ চা শ্রমিক।
চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ শ্রমিকসহ আন্দোলনের নেতারা।
১৭০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ করায় চা শ্রমিকরা খুশিতে মুজিবকন্যা শেখ হাসিনাকে নিয়ে আনন্দে স্লোগান দেন শ্রমিকরা।

COLLECTED FROM SAMPROTIK  DESHKAL