Facebook Youtube Twitter LinkedIn
...
প্রকৌশলীদের রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে হবে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘৭৫ পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে পাকিস্তানের আরেকটা ভার্সন বানানোর চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের ছাত্রসমাজকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। চুয়েট ছাত্রলীগ অ্যালামনাই ও দেশে-বিদেশে যারা অবস্থানে করছেন, সবাইকে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের দাবি জোরদার করতে হবে।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে কর্মমুখী কাজে সম্পৃক্ত করতে হবে। একজন প্রকৌশলী তৈরিতে শুধু অর্থ নয়, রাষ্ট্রের অনেক ধরনের বিনিয়োগ রয়েছে। আমাদের প্রকৌশলীদের সেভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর এবং চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষ ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ। সঞ্চালনা করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান।
Collected from