বিনার চার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত চার ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর পদে ১১ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ১২, পিএ পদে ১০ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮১ জন উত্তীর্ণ হয়েছেন।
এই চার পদের লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।
নির্বাচিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
https://bina.gov.bd/sites/default/files/files/bina.portal.gov.bd/notices/849301f4_09da_476e_bad4_441528e3afb5/2024-02-02-13-03-e981029e40cd9b74e05e4bc57cdc8927.pdf
Collected from prothomalo