Facebook Youtube Twitter LinkedIn
...
সৌদির নতুন আইনে চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরা

গৃহকর্মীদের চাকরি বদলানোর সুযোগ বাড়ালো সৌদি আরব। এর কারণে পুরোনো চাকরিদাতার অনুমতি ছাড়াই অন্য জায়গায় চাকরি করতে পারবেন গৃহকর্মীরা। 
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ আওতায় দেশটির নানা খাতে সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় শ্রম আইনে পরিবর্তন আনা হয়েছে।

আগের আইনে গৃহকর্মীদের অনুমতি বা না জানিয়েই তাদের মালিকানা পরিবর্তনের সুযোগ ছিল। গৃহকর্মী সেখানে যেতে অনিচ্ছুক থাকলেও বাধ্য হয়ে তার নতুন মালিকের অধীনে কাজ করতে হতো।

নতুন শ্রম আইনের পরিবর্তনের কারণে গৃহকর্মী চাইলেই চাকরিদাতা ব্যক্তি পরিবর্তন করতে পারবেন। চাকরিদাতা গৃহকর্মীর অনুমতি ছাড়া অন্যর কাছে গৃহকর্মীকে বদলি হিসেবে দিতে পারবেন না।

এছাড়া নিয়মিত বেতন-ভাতা না দিলে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করলে কর্তৃপক্ষের কাছে গৃহকর্মীরা অভিযোগ জানাতে পারবেন।

আর কোনো নিয়োগদাতা অনুমতি ছাড়া ওই কর্মীকে অন্য ব্যক্তির কাজে নিয়োজিত করে এবং শিক্ষানবিশ সময়ে তার চাকরির চুক্তি বাতিল করলে কর্তৃপক্ষ ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

collected from Samprotik deshkal