Facebook Youtube Twitter LinkedIn
...
১০ ঘণ্টা অবস্থানের পর দাবি মানলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের আসন সংকট নিরসন, ৩০০ ছাত্রীকে অন্য হলে স্থানান্তরসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে হলের কিছু শিক্ষার্থী।

সোমবার (১৪ আগস্ট) দুপুর একটার দিকে তারা উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রবিবার প্রথম দুটি দাবি উপাচার্য মেনে নিলেও ৩০০ ছাত্রীকে অতিসত্বর অন্য হলে স্থানান্তরের দাবিতে এ দিন অবস্থান করেন শিক্ষার্থীরা। প্রায় ১০ ঘণ্টা অবস্থানের পর রাত দশটার দিকে উপাচার্য তাদের দাবি মেনে নিলে তারা হলে ফিরে যান।


রাত ১০টার দিকে উপাচার্য তার বাস ভবনে ঢুকতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে আটকে দেন। পরে রাত সাড়ে দশটার দিকে দাবি মেনে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা রবিবারই ব্যবস্থা নিতে শুরু করেছি। আগামী এক মাসের মধ্যে ছাত্রীদের অন্যান্য হলে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। এটা আমরা করবো, অবশ্যই করবো। এই হয়রানি উচিত ছিল না, তোমাদের সবার কষ্ট হয়েছে, এখন হলে চলে যাও।’


আন্দোলনের সমন্বয়ক নুসরাত জাহান বলেন, ‘উপাচার্য স্যার এসে আমাদের দাবি মেনে নিয়েছেন, ১ মাস বা তার কম সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন। আশা করি স্যারের আশ্বাস বাস্তবায়নের মুখ দেখবে।’

Collected From Banglatribune