Facebook Youtube Twitter LinkedIn
...
পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।’

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।

এদিকে রাজধানীসহ দেশের কয়েক জেলায় পরীক্ষা পেছানোর দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন কর আসছে শিক্ষার্থীরা।


এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের অধিকাংশই এই সময়টা সামনে রেখে নিজেকে তৈরি করেছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যারা মনে করছে প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদেরও পরীক্ষা হয়তো অতো খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।’

শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে। আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থী যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
Collect From Banglatribune