Facebook Youtube Twitter LinkedIn
...
কারিগরি বোর্ডের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রশিক্ষণ কাল

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট শিটের অর্থনৈতিক কোড মোতাবেক পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে রিসোর্সপারসনসহ ত্রিশজন কর্মকর্তা অংশ নেবেন।
রোববার (১৮ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২২-২০১৩ অর্থবছরের বাজেট শিটের অর্থনৈতিক কোড মোতাবেক পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি) পর্যায় এর প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা (এক দিনব্যাপী) আগামী ১৯ জুন সকাল ১০টায় অত্র বোর্ডের সভাকক্ষ (ভবন-২) এর ৩য় তলায় অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ত্রিশ জন কর্মকর্তা অংশ নেবেন।
Collected from dhakapost